CBI দফতরে শোভন, সঙ্গী বৈশাখী! কৌশলে এড়ালেন ভবানীপুরের প্রসঙ্গ

CBI দফতরে শোভন, সঙ্গী বৈশাখী! কৌশলে এড়ালেন ভবানীপুরের প্রসঙ্গ

কলকাতা: এবার আইকোর মামলায় সিবিআইয়ের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ সঙ্গী হয়েছিলেন তাাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও৷ যদিও বৈশাখীকে ডাকেনি সিবিআই৷ সম্প্রতি তাঁদের পুজোর ভিডিও ভাইরাল হয়েছে৷ স্বভাবতই, সিবিআই দফতরেও দু’জনকে দেখে নেটিজেনদের মধ্যে বইছে সমালোচনার ঝড়৷

এদিকে ভবানীপুর ইস্যুকে শোভন সুকৌশলে এড়িয়ে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে জল্পনা৷ কে জিতবে? সরাসরি কিছু না বলে কৌশলী শোভন বলেন, ‘‘মানুষ তো বলে দিচ্ছে ,মানুষই বিচার করবে। সুন্দর ভাবে ভোট হচ্ছে৷ ভবানীপুরের মানুষ কলকাতার মানুষ তারা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে তাদের রায় দেবেন। এখন ভোট চলছে। তাই এর বেশি কিছু বলব না৷’’

এদিন ঘন্টা তিনেক জেরা করেন তদন্তকারীরা৷ সঙ্গে ছিলেন বৈশাখী। জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে শোভন বলেন, উইটনেস হিসাবে ডাকা হয়েছিল৷ বেশ কিছু জিনিস জানার ছিল। বিশেষ করে আইকোর সম্পর্কে। আপনার জানেন পশ্চিমবঙ্গের মানুষের উত্তম কুমার সম্পর্কে ভালোবাসা৷ তার পরিপেক্ষিতে তার ভাই তরুণ কুমার ও অন্যান্যরা মিলে উত্তম মঞ্চ তৈরি করেছিল। উত্তম মঞ্চ বিক্রি হয়ে যাচ্ছে, খবর পাওয়া যায় তখন আমি কলকাতা পৌরসভার মেয়র ছিলাম। কিন্তু উত্তম কুমার নামাঙ্কিত মঞ্চ সেটা ভেঙে ফেলা হবে সেখানে মাল্টিস্টোর কমপ্লেক্স হবে সেটা মেনে নেওয়া যায় না।

একই সঙ্গে তিনি জানান, আমি তখন জানতে পারি আইকর এটা কিনেছে বা কোনো ভাবে লিজ নিয়েছে। এই পরিপেক্ষিতে কোলকাতা পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার বলে ছিলাম যে এর জন্য যদি কোনো অর্থ ব্যায় করতে হয় যে অর্থে কিনে,ছে কোনো ধরনের ইন্টারেস্ট বা কোনও কিছু দিতে পারব না। সব ধরণের জটিলতা কাটিয়ে সঠিক পদ্ধতি মেনেই ওখানে আমরা অত্যন্ত আধুনিকতম হল হিসাবে কলকাতা পৌরসভা হাজরার কাছে উত্তম মঞ্চ তৈরি করি৷ এই সংক্রান্ত তথ্যই ওঁনারা জানতে চেয়েছিলেন৷ যেগুলো জানতাম, সবই বলেছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =