কয়লাকাণ্ডে অভিযুক্ত রাজ্যের ৭ আইপিএসকে সরানোর দাবি শুভেন্দুর!

কয়লাকাণ্ডে অভিযুক্ত রাজ্যের ৭ আইপিএসকে সরানোর দাবি শুভেন্দুর!

 

কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীর নাম ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় রেখে লক্ষ্মীবারই আদালতে রিপোর্ট পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন৷ ঘটনাচক্রে বৃহস্পতিবার রাতেই কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত সাত আইপিএস অফিসারকে রাজ্য আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ প্রশ্ন তুলেছেন, রাজ্য সরকারের নৈতিকতা নিয়েও৷

শুভেন্দুর কথায়, ‘‘কয়লা পাচার কাণ্ড সামনে আসার পর বলা হচ্ছিল, ওটা সিআইএসএফ, ইসিএল আর কেন্দ্রীয় সরকারের বিষয়৷ তাহলে বাংলার সরকারের সাতজন আইপিএএস কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত হিসেবে ডাক পায় কেন? তাদের বড় বড় পদে বসিয়ে রেখেছেন কেন? তদন্তের স্বার্থে তো এখনই তাদের সরিয়ে দেওয়া উচিত৷’’ কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর গা ঢাকা দিয়ে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

এদিন হরিণঘাটা থেকে ফেরার পথে অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু৷ সেখানেই তিনি কয়লাপাচার কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ আনেন৷ প্রসঙ্গত, এবারের বিধানসভা ভোটের সময় কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছিল তৃণমূলের একাধিক নেতার নাম৷ বিচারাধীন ওই মামলার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, ‘‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে৷ কিন্ত পশ্চিম বাংলায় এমন একটা সরকার রয়েছে যাঁরা জনগণের পাশে না থেকে কয়লা মাফিয়াদের আড়াল করার চেষ্টা করছে৷ এটা বাংলার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =