এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন শুভেন্দুর ভাই সৌমেন্দুও

এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন শুভেন্দুর ভাই সৌমেন্দুও

 

কাঁথি:  কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান সৌমেন্দু অধিকারী এবার পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।  রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। আগে নিরাপত্তার পেয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং তাঁর আরও এক ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী৷

এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন ছোট ভাই সৌমেন্দুও৷ স্বভাবতই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এবিষয়ে অধিকারী পরিবারের কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি৷ টেলিফোনে সৌমেন্দু বলেন, ‘‘শুনলাম আমি নাকি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছি৷ তবে এবিষয়ে আমার নির্দিষ্ট করেও কোনও কিছু জানা নেই৷ মা অসুস্থ৷ মায়ের সঙ্গে কলকাতার হাসপাতালে রয়েছি৷’’

গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দান দুবারের পুরসভার পুরপ্রধান তথা প্রশাসক সৌমেন্দু অধিকারী। এরপর রাজ্য সরকার কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেয় তাঁখে৷ সূত্রের খবর, শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দুর জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ করা হচ্ছে৷ বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি তাঁর পাহারা দায়িত্বে থাকবেন ৩০ জন কেন্দ্রীয় জওয়ান৷

বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল৷ দলের স্থানীয় নেতারা কটাক্ষের সুরে বলছেন, ‘‘হবেই তো৷ এখন পুরো পরিবারটাকেই কেন্দ্রীয় নিরাপত্তায় থাকতে হবে৷ কারণ, মানুষ থেকে জন বিচ্ছিন্ন হয়ে গেলে তবেই তা কেন্দ্রীয় নিরাপত্তা প্রয়োজন হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − twelve =