সোনার গয়না-সহ ব্যাগ পেয়ে ফেরত দিলেন প্রাথমিক শিক্ষক

সোনার গয়না-সহ ব্যাগ পেয়ে ফেরত দিলেন প্রাথমিক শিক্ষক

কলকাতা: মানুষের প্রতি দায়বদ্ধতাও শিক্ষার একটি মহৎ উদ্দেশ্য। আর পেশা যখন শিক্ষকতা তখন সেই দায়ভার আরো বেড়ে যায়। এই দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাগিদ অনুভব করেছেন। কখনও 'ফ্রি বাজার' খুলে অসহায় মানুষের খাদ্য, বস্ত্রের জোগান দেওয়া। নিঃসন্তান দম্পতিকে সারা বছরের খাদ্যের জোগান দেওয়া। কখনওবা বিকলাঙ্গ মহিলাকে ট্রাই সাইকেল উপহার। তবে মানুষের সহায়তায় এবার অন্য ভূমিকায় দেখা গেল কাঁথি ব্লকের কুলাইপদিমা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামল জানাকে। 

রাস্তায় পড়ে থাকা গয়নার ব্যাগ ফিরিয়ে দিলেন এক ব্যক্তিকে। কাঁথির নেতাজী সুভাষ রোড সংলগ্ন একটি গলি দিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন শ্যামল বাবু। এরপর ব্যাগটি নিয়ে অপেক্ষা করতে থাকেন দাবিদারের জন্য। বিফলে যায়নি তার অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই বাইক নিয়ে এক ব্যক্তিকে দেখতে পান।যাঁর চোখেমুখে উদ্বেগের ছাপ। যেন কিছু খুঁজছেন ওই ব্যক্তির বাড়ি কাঁথি শহরেই।  এরপরেইই তার সঙ্গে কথা বলে শ্যামল বাবু জানতে পারেন ব্যাগটির দাবিদার ওই ব্যক্তি। ব্যাগে ছিল দুটি আংটি সহ প্রয়োজনীয় কাগজপত্র। 

এতদিন সমাজের পিছিয়ে পড়া, অসহায় মানুষগুলির মুখে হাসি ফোটাতে শিক্ষকতার পরেও যেমন ছুটে গেছেন তাদের কাছে, তেমনই সেই পথে আকস্মিক কোন সাহায্যপ্রার্থীর পাশেও যে একইভাবে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন এই ঘটনা তারই প্রমাণ দিল। শ্যামল বাবুর এই সততার নজির সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =