জামিন পেলেন শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ সেই শ্যামল আদক, রয়েছে কিছু শর্ত

জামিন পেলেন শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ সেই শ্যামল আদক, রয়েছে কিছু শর্ত

কলকাতা: বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’ শ্যামল আদক অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন। তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ। শ্যামলের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ ছিল, তিনি বেআইনি ভাবে পুরসভার টেণ্ডার দুর্নীতি করেছেন ২০১৮ ও ২০২০ সালে। বেআইনিভাবে দোকান পাইয়ে দিয়ে টাকা তুলেছেন। কিন্তু আদালত মনে করেছে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের এখন আর প্রয়োজন নেই।  

আরও পড়ুন- পর্ষদ নিজেকে হাইকোর্ট মনে করছে? সভাপতির হাজিরার নির্দেশ প্রত্যাহার করেও ‘ধমক’

শ্যামল আদকের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য এদিন আদালতে জানান, শ্যামল এতদিন জেলেই রয়েছেন, তাঁর ৭২ দিন জেল হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে। তবে তাঁর রাজনৈতিক পরিচয়ের জন্য মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। তিনি তদন্তে সহযোগিতা করছেন, তাই জামিন দেওয়া উচিত। এই প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনও আছে বলে মনে করছে না আদালত।