বুলবুল রুখে অসুস্থ ম্যানগ্রোভ, সুশ্রুষায় ঝাঁপালেন মহিলারা

আলিপুর: গত ৮ নভেম্বর শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা৷ বুলবুলের তাণ্ডব রুখে ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভ বনভূমি৷ আর সেই ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে এবার ঝাঁপিয়ে পড়লেন স্থানীয় মহিলারা৷ রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কাকদ্বীপ একটি প্রশাসনিক বৈঠক করেন৷ বৈঠকে তিনি কড়া নির্দেশ দেন, ক্ষতিগ্রস্থদের সাহায্য যেন কোনও

বুলবুল রুখে অসুস্থ ম্যানগ্রোভ, সুশ্রুষায় ঝাঁপালেন মহিলারা

আলিপুর: গত ৮ নভেম্বর শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা৷ বুলবুলের তাণ্ডব রুখে ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভ বনভূমি৷ আর সেই ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে এবার ঝাঁপিয়ে পড়লেন স্থানীয় মহিলারা৷

রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কাকদ্বীপ একটি প্রশাসনিক বৈঠক করেন৷ বৈঠকে তিনি কড়া নির্দেশ দেন, ক্ষতিগ্রস্থদের সাহায্য যেন কোনও ত্রুটি না থাকে৷ এমনকি সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী নির্দেশের পর এবার সেই ক্ষতিগ্রস্থ ম্যানগ্রোভ অরণ্য রক্ষার কাজ শুরু করল প্রশাসন৷ কাজে হাত লাগালেন মহিলারা৷

প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কাজ শুরু হয়েছে৷ এমনকি বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য নারকেল গাছের চারা চারা রোপণ করা হচ্ছে৷ জেলাশাসকের উদ্যোগের ইতিমধ্যেই বিধ্বস্ত গোসাবা, বাসন্তী, ক্যানিং, পাথরপ্রতিমা, মথুরাপুর, নামখানা, সাগর-সহ বিভিন্ন এলাকায় জোরকদমে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কাজ শুরু হয়েছে৷

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডার মহিলাদের দিয়ে কাজ কাজে লাগানো হয়েছে৷ সুন্দরবনের নদীর পার ও গ্রামের মধ্যে ম্যানগ্রোভ নার্সারি তৈরি করে লক্ষ্য ম্যানগ্রোভ চারা তৈরি করা হচ্ছে৷ চলছে অরণ্য রক্ষার কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 12 =