কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অভিনব পথ বেছে নিলেন শিক্ষক-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সদস্যরা৷ রাখি পূর্ণিমার দিন হাতে কালো রাখি পরে কলকাতার রাজপথে বিক্ষোভ দেখালেন তাঁরা৷। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষক-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাঁদের দাবি, নারীদের সর্বত্র নিরাপত্তা দিতে হবে৷ আরজি কর ঘটনার প্রকৃত তদন্ত এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে শাস্তি দিতে হবে৷ কাউকে আড়াল করা চলবে না৷ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, আমরা সকল অপরাধীর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি চাই৷
আরজি কর-কাণ্ড: হাতে কালো রাখি বেঁধে প্রতিবাদ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের
কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে অভিনব পথ বেছে নিলেন শিক্ষক-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সদস্যরা৷ রাখি পূর্ণিমার দিন হাতে কালো রাখি পরে কলকাতার রাজপথে বিক্ষোভ দেখালেন তাঁরা৷। সুবোধ…