মাজারে চাদর চড়ালেন শিশির অধিকারী! ‘ভোট প্রচারে নেমেছেন’ কটাক্ষ শাসকদলের

মাজারে চাদর চড়ালেন শিশির অধিকারী! ‘ভোট প্রচারে নেমেছেন’ কটাক্ষ শাসকদলের

কাঁথি:  মাজারে গিয়ে চাদর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী৷ শুক্রবার তৃণমূল সাংসদকে দেখা যায় কাঁথির মাজারে৷ শিশিরবাবুর মাজারে যাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ বিরোধীদের দাবি, পুরভোটের হাওয়া বইতে শুরু করেছে৷ কলকাতা পুরভোট মিটলেই ধীরে ধীরে বাকি পুরসভাগুলিতেও ভোট হবে৷ পুরভোটের আগে তাই প্রচারে নেমে পড়েছেন শিশিরবাবু৷ যদিও তিনি কোন দলে, তা নিয়ে জল্পনা রয়েছে৷ কারণ বিধানসভা ভোটের আগে তিনি ছেলে শুভেন্দুর হয়ে গলা ফাটালেও, খাতায় কমলে এখনও তৃণমূল সাংসদ৷ 

আরও পড়ুন- রত্নাকে ফের বাড়ি ছাড়ার নোটিশ বৈশাখীর, পাত্তা দিতে নারাজ বিধায়ক

বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে৷  তিনি কোন দলে তা জানানোর জন্য সংসদের কাছে সময় চেয়ে নিয়েছেন৷ তবে এখনও অবস্থান স্পষ্ট করেননি শিশির৷ এরই মধ্যে শুক্রবার কাঁথির মাজারে চাদর চড়াতে গেলেন শুভেন্দু অধিকারীর বাবা৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল৷ বিধানসভা ভোটের আগে সংখ্যালঘুদের তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু৷ সংখ্যালঘু তোষণ নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় বিঁধেছিলেন তিনি৷ এমনকী ভোটের সময় বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুফা, বেগম বলে সম্বোধন করেছেন৷ এদিন তাঁর বাবাকেই দেখা গেল কাঁথির দারুয়া আস্তানা মাজারে৷ সেখানে চাদর চড়িয়ে সিন্নি দেন তিনি৷ 

যদিও মাজাদের হয়ে সেখ উমর ফারুক বলেন, “জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই  এখানে আসতে পারেন। এখানে চাদর চড়াতে ও সিন্নি দিতে পারেন। এতে আমরা খুশি। তবে একটাই দুঃখ, ভোটের আগে সাংসদ-পুত্র আমাদের উদ্দেশে কটুক্তি করেছিলেন।” কাঁথিতে অধিকারীদের বিরোধী বলে পরিচিত গিরি শিবির৷ স্বভাবতই শিশির অধিকারীর আস্তানায় যাওয়ার নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, ‘‘সামনেই কাঁথি পুরসভার ভোট৷ তাই ভোটের প্রচার করতে বেরিয়ে পড়েছেন।’ তবে শিশিরের আস্তানায় যাওয়াকে  গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =