ভোট পরবর্তী হিংসা মামলা, মুখ বন্ধ খামে হাই কোর্টে রিপোর্ট জমা দিল SIT

ভোট পরবর্তী হিংসা মামলা, মুখ বন্ধ খামে হাই কোর্টে রিপোর্ট জমা দিল SIT

কলকাতা:  বিধানসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসতে থাকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ৷ হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন৷ ভোট পরবর্তী হিংসা মামলায় এবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)৷ 

আরও পড়ুন- বাংলায় দখলদারির রাজনীতি তৃণমূলই এনেছে, বিস্ফোরক দিলীপ

এদিন মুখবন্ধ খামে এই রিপোর্ট পেশ করে স্ট৷ আদালত সূত্রে খবর, রিপোর্টে সিট জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ কমিটির কাছ থেকে পাওয়া ৬৮৯টি মামলার মধ্যে ৪০টি মামলা সিবিআইকে হস্তান্তর করা হয়েছে৷ ৫৮৫টি মামলায় চার্জশিট পেশ করেছে সিট৷ ৬৪টি মামলা ক্লোজ করা হয়েছে৷ সিবিআই-এর ফেরত পাঠানো দুটি মামলার তদন্ত এখনও চলছে৷ আরও জানানো হয়েছে, চার্জশিট পেশ হলেও বহু অপরাধী এখনও ফেরার৷ 

সিবিআই তাদের রিপোর্ট জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন তাদের কাছে মোট ৪৮ টি মামলা হস্তান্তরিত করেছিল তদন্তের জন্য। এছাড়া ব্যক্তিগত তিনটি আলাদা অভিযোগ এসেছিল। এর মধ্যে ২০ টি মামলায় নিম্ন আদালতে চার্জশিট দাখিল  করা হয়েছে৷ এর মধ্যে ১৮টি মামলার তদন্ত চালিয়ে যাওয়ার জন্য নিম্ন আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ ৪টি মামলা সিটকে হস্তান্তর করা হয়েছে। ২৮টি মামলায় তদন্ত বাকি রয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। ২৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 15 =