কলকাতা: আজ বিজয়া দশমী। সকলকে কাঁদিয়ে আবার এক বছরের জন্য চলে যাচ্ছেন মা দুর্গা। শেষ কয়েকদিনের আনন্দ, ফুর্তি এবার শেষলগ্নে। সকাল থেকে বাবুঘাটে চলছে বিসর্জনের পালা। আর এই মন খারাপের সময়ের মধ্যেই ঘটে গিয়েছে বড় বিপত্তি। সেখানে বিসর্জনের সময়ে কলকাতা পুরসভার একটি পে-লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কয়েক জনকে। এই ঘটনায় একজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং বাকি কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন। তবে আরও বড় দুর্ঘটনা ঘটতেই পারত।
আরও পড়ুন- দেশের কোভিড গ্রাফ কোন দিকে এগোচ্ছে? জেনে নিন
একাধিক ছোট-বড় গাড়ি করে প্রচুর মানুষ বাবুঘাটে এসেছেন প্রতিমা বিসর্জনের জন্য। সেই সময়ই কলকাতা পুরসভার একটি পে-লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের ঢাল বেয়ে নীচে নেমে আসে। গাড়ির ধাক্কায় আহত হন এক ব্যক্তি। সামান্য চোট পান বাকি কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে বাবুঘাটে। পুজো উদ্যোক্তাদের মধ্যে বিবাদ বাঁধে, এদিকে পে-লোডারের চালককে নামিয়ে মারধর পর্যন্ত করা হয়। তবে পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই। কিন্তু আশঙ্কা, আরও বড় রকমের কোনও ঘটনা ঘটে যেতে পারত, কারণ সেখানে অনেক মানুষ ছিলেন। যদিও এইভাবে এত বড় মাপের গাড়ি কী ভাবে নিয়ন্ত্রণ হারাল তা ভেবেই অবাক হচ্ছেন অনেকে। ছবি: প্রতীকী
