কলকাতা: শহরের একাধিক জায়গায় বিগত কয়েক মাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক সৃষ্টি হল। শুক্রবার সকালে মেট্রোর এক কামরা থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। রবীন্দ্রসদন স্টেশনে এই ঘটনা নজরে আসে। তারপর সঙ্গে সঙ্গে যাত্রী সুরক্ষায় তাঁদের মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী এক মেট্রোয় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন- কীভাবে উত্থান মানিকের? জানেন কত সম্পত্তির মালিক তিনি?
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় সাড়ে ১২টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী ওই মেট্রো রবীন্দ্রসদন স্টেশন এলে তার তলা থেকে ধোঁয়া বেরতে লক্ষ্য করেন অনেকে। রীতিমত আগুন আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে সমস্ত রেক খালি করে দেয় মেট্রো স্টেশন কর্তৃপক্ষ। তারপর ট্রেনটিকে কারশেডে পাঠান হয়। বাকি সব যাত্রীদের অনুরোধ করা হয় অন্য মেট্রোর জন্য অপেক্ষা করতে। ওই মেট্রোতে আর কাউকে উঠতে দেওয়া হয়নি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”‘মোটু টুকি’, ‘মোটকা দা টুকি’! টিটকিরির বিরাম্বনায় পার্থ! Jail inmates mock Partha Chatterjee” width=”560″>
কিন্তু একটা বিষয় এখনও স্পষ্ট হয়নি যে এই ধোঁয়ার উৎস কী। মেট্রোয় কি কোনও ভাবে আগুন লেগে গিয়েছিল, যদি লেগে যায় তাহলে কী ভাবে? আর যদি আগুন না লাগে তাহলে ধোঁয়া বেরোল কী কারণে? পুরো বিষয়টি খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই ঘটনার জন্য কিছু সময়ে যাত্রী পরিষেবা ব্যাহত হয় মেট্রোয়, আর অন্যান্য স্টেশনগুলিতে একটু বেশি ভিড়ও হয়।
