অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে মরা সাপ! শিশু ও প্রসূতিদের ভর্তি করা হল হাসপাতালে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে মরা সাপ! শিশু ও প্রসূতিদের ভর্তি করা হল হাসপাতালে

বাঁকুড়া: খিচুড়ির মধ্যে ভাসছে মরা সাপ! পূর্ব বর্ধমানের পর এবার খিচুড়িতে মরা সাপ মিলল বাঁকুড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সাপ দিয়েই গোটা খিচুড়ি রান্না হয়ে গেল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা৷ তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে।

শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে রান্না করা খাবার দেওয়া হয়। আর সেই খাবারেই মিলল সাপ৷ ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। আজান্তেই এই খিচুড়ি খেয়ে ফেলে শিশুরা। তার পরেই অসুস্থ হয়ে পড়ে৷ প্রতিদিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৭০ থেকে ৭৫ জন শিশু এবং ২৫ জন প্রসূতির জন্য খাবার তৈরি হয়।

এদিন অঙ্গনওয়াড়ি থেকে একটি শিশু খিচুড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। সেটি খাওয়ার সময় আচমকাই তার মা দেখে খাবারের থালার মধ্যে একটি মরা সাপ পড়ে পয়েছে! ওই খিচুড়ি খেতেই অসুস্থ বোধ করে শিশুটি। শুরু হয় বমি। তড়িঘড়ি তাকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই খবর আসে ওই খিচুড়ি খেয়ে নাকি আরও কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদেরও  একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, আইসিডিএস কেন্দ্রের ওই রান্না খেয়েই অধিকাংশ শিশু ও প্রসূতি অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷