সোনুর মুখে ‘খেলা হবে’ স্লোগান, অভিষেককে বললেন বন্ধু! ব্যাপারটা কী

সোনুর মুখে ‘খেলা হবে’ স্লোগান, অভিষেককে বললেন বন্ধু! ব্যাপারটা কী

কলকাতা: দেশের অন্যতম সেরা এবং জনপ্রিয় গায়ক তিনি। সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক গানের ভিডিও রয়েছে তাঁর। কিন্তু সম্প্রতি একটি ভিডিও এমন ভাইরাল হয়েছে যে জল্পনা উস্কে গিয়েছে, তিনি হয়তো রাজনীতিতে আসছেন, আর সেটা আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলে যোগ দিয়ে! এমনই জল্পনা সৃষ্টি হয়েছে বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগমকে কেন্দ্র করে।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন সোনু এবং সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বন্ধু বলে সম্বোধন করেছেন তিনি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে স্লোগান ভাইরাল হয়ে গিয়েছিল সেই ‘খেলা হবে’ স্লোগান দিতে দেখা গেল সোনু নিগমকে। তাই এখন জোর জল্পনা তৈরি হয়েছে যে তিনি হয়তো ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন। তবে ভিডিওতে বলিউডের এই গায়ক জানান, তিনি ডায়মন্ড হারবারে আসছেন। সোনু বলেন, “নমস্কার, ডায়মন্ড হারবার। আপনাদের সঙ্গে ৫ ডিসেম্বর দেখা হচ্ছে এসিডিয় গ্রাউন্ডে, আমার বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। শীঘ্রই দেখা হচ্ছে, খেলা হবে।” সম্প্রতি একাধিক স্বনামধন্য তারকা ঘাসফুল শিবিরে যোগদান দিয়েছিলেন এবং তাদের মধ্যে রয়েছেন লিয়েন্ডার পেজ থেকে শুরু করে নাফিসা আলি, কীর্তি আজাদের মতো ব্যক্তিত্ব। অন্যদিকে আবার জল্পনা তৈরি হয়েছে যে শাবানা আজমি এবং জাভেদ আখতার তৃণমূলে যোগ দিতে পারেন। সেই প্রেক্ষিতে এখন জল্পনার তালিকায় ঢুকে গেলেন সোনু নিগম।

বাংলার বিধানসভা নির্বাচন জেতার পর এখন বাইরের একাধিক রাজ্য নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা থেকে শুরু করে অসম, গোয়া, মেঘালয়, সব রাজ্যে সংগঠন মজবুত করার কাজ শুরু করে দিয়েছে শাসক দল। তাই আবার যদি এক জনপ্রিয় ব্যক্তিত্ব ঘাসফুলে যোগদান করে তাহলে জাতীয় স্তরে আরো বেশি পরিচিতি পাবে মমতা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =