কলকাতা: বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে নতুন কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে যে কেউ সরাসরি মুখ্যমন্ত্রীকে নিজের সমস্যার কথা জানাতে পারবেন। এই কর্মসূচির নামই তাই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। জানা গিয়েছে, এর আগে যে ‘দিদিকে বলো’ কর্মসূচি ছিল তার হেল্পলাইন নম্বরেই চালু হয়েছে এই কর্মসূচি। হেল্পলাইন নম্বরটি হল- ৯১৩৭০৯১৩৭০।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিল তৃণমূল কংগ্রেস। ভোটকুশলী প্রশান্ত কিশোরকে নিজেদের পরামর্শদাতা হিসাবে নিয়োগ করার পর তাঁরই পরামর্শে এই কর্মসূচি চালু করা হয়। বলাই বাহুল্য, ২০২১ নির্বাচনে তৃণমূলের বিরাট জয় বলেই দেয় যে এই কর্মসূচি তাদের ভোটে কতটা সাহায্য করেছিল। এবার সেই নম্বরেই চালু হল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। ওই হেল্পলাইন নম্বরে ফোন করলে প্রথমে মুখ্যমন্ত্রীর কণ্ঠে একটি বার্তা শোনা যাবে। সেই বার্তা শেষ হওয়ার পরেই কলদাতাকে নিজের সমস্যার কথা বলতে হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Rujira Narula Banerjee | কয়লাকাণ্ডে তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়” width=”853″>
এই কর্মসূচি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব। তবে মূলত দায়িত্বে রাখা হয়েছে, আধিকারিক পি বি সেলিমকে। অনেকের মতে, আসন্ন পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের কর্মসূচি রাজ্য সরকার তথা বাংলার শাসক দলকে সাহায্য করবে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছনোর জন্য।
