কলকাতা: জল্পনা চলছিলই৷ এবার সেই জল্পনা থেকে পর্দা সরালেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ শুক্রবার তিনি জানালেন, বেহালায় তাঁর বাড়িতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেই সঙ্গে আরও জানান, আমিত শাহ নিরামিষভোজী৷ তাই নিরামিষ পদ দিয়েই আপ্যায়ন করা হবে তাঁকে৷
আরও পড়ুন- কাশীপুরে নিহত বিজেপি কর্মীর মাকে পুলিশি হেনস্থার অভিযোগ
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহের যাওয়া নিয়ে মমতা বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যেন দই, মিষ্টি খাওয়ানো হয়৷ তাঁর কথা মতোই সেই সব খাবার রাখা হচ্ছে শাহী অভ্যর্থনায়৷ এদিন মহারাজ বলেন, ‘‘জয় শাহ আমার সঙ্গে কাজ করে। তাঁর বাবা আমার বাড়িতে আসছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিরামিষাশী, সেই ধরনের খাবারের ব্যবস্থা করা হবে।’’
বৃহস্পতিবার অমিত শাহ যখন নিউ জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে মমতার সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানচ্ছেন, তখন কলকাতায় তৃণমূল ভবনে দাদার বাড়িতে শাহের নৈশভোজ প্রসঙ্গে প্রশ্ন করা হয় মমতাকে। সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী সৌরভের বাড়িতে যেতে চাইতেই পারেন, তাতে সমস্যা কোথায়? আমি তো সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে!’’
এদিকে, শুক্রবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমনে বেরিয়ে বিজেপি’র সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন ‘‘আমাদের কাছে এই বিষয়ে কোনও খবর নেই। উনি যদি যান, তাহলে তাঁর ব্যক্তিগত ব্যাপার। সমাজের কী কী প্রয়োজন তা জানতেই হয়তো উনি যাবেন। বিশিষ্টদের সঙ্গে কথা বলাটা দলের পরম্পরা।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>