কলকাতা: চিরাচরিত প্রেমের রঙে পয়লা বৈশাখে মাতলেন শোভন-বৈশাখী৷ মাখোমাখো প্রেমে মাতোয়ারা প্রেমিক যুগল৷ তবে এবার তাঁদের সঙ্গী মেয়ে মেহুল৷ মেয়েকে সঙ্গে নিয়েই নতুন বছরকে বরণ করে নিলেন এই লাভ বার্ডস৷
আরও পড়ুন- আর ২-৩ ঘণ্টায় অপেক্ষা, ঝেঁপে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে
এদিন বৈশাখী সেজেছিলেন আকাশী ও সাদায় মেশানো দামী সিল্কের শাড়িতে৷ সঙ্গে জড়ির পাড়৷ রং মিলিয়ে শোভনের গায়ে ছিল সাদা পাঞ্জাবী৷ সঙ্গে আকাশী রংয়ের ধুতি৷ শোভন-বৈশাখীর রং মিলান্তি অবশ্য নতুন নয়৷ বারে বারে তাঁরা রাঙিয়ে তুলেছেন একে অপরের রঙে৷ ভিডিয়ো শ্যুট থেকে ফটো শ্যুট, তাঁদের পোশাকে থাকে একই রংয়ের ছোঁয়া৷ এমনকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের দিনেও রঙ মেলানো পোশাক পরেই আদালত চত্বরে দেখা গিয়েছিল তাঁদের।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক মনজিৎ মণ্ডলের একমাত্র সন্তান মেহুল৷ আনুষ্ঠানিক বিচ্ছেদের বহু আগে থেকেই তাঁরা আলাদা৷ প্রথম থেকেই মা এবং শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকে মেহুল। পয়লা বৈশাখে মহুলও পোশাক পরেছিল রঙ মিলিয়ে৷ নববর্ষের সন্ধ্যায় সপরিবারে লেক কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে মায়ের সঙ্গে দেখা করতে যান বৈশাখী৷ সেই সকল ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন তাঁরা৷
তবে সব ছবির মাঝে বিশেষ নজর কেড়েছে শোভন-বৈশাখীর একটি বিশেষ ছবি। সেখানে তাঁরা ধরা দিয়েছেন একে অপরের পুরিপূরকরূপে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সোহাগে আদরে’। অর্থাৎ, তাঁদের জীবনের পরতে পরতে যে ভালোবাসার ছোঁয়া, তা আর বলার অপেক্ষা রাখে না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>