দশমীর রাতেই ‘প্রেমের’ স্বীকারোক্তি! বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর

দশমীর রাতেই ‘প্রেমের’ স্বীকারোক্তি! বৈশাখীর সিঁথিতে শোভনের সিঁদুর

কলকাতা: এ বারের পুজোটা তাদের কাছে হয়তো একদম অন্যরকম ছিল। একসঙ্গে দুজনে ঠাকুর দেখেছেন, সময় কাটিয়েছেন। পুজোর সাজে শহর ঘুরে বেড়িয়েছেন আবার ফটোশুট করেছেন। তবে দশমীর রাতে যা হল সেটা হয়তো সব জল্পনার অবসান একদিকে ঘটাল আবার সকলের সামনে পুরো ব্যাপারটা আরও স্পষ্ট করে দিল। বিজয়া দশমীর সন্ধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই ছবি আর ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

অনেক টানাপোড়েন দেখেছে রাজ্যবাসী শোভন, রত্না এবং বৈশাখীকে নিয়ে। সেই টানাপোড়েন এখনো অব্যাহত কারণ সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়েছে আবার একই সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সরাসরি কিছু না বললেও আকার-ইঙ্গিতে বোঝাই গিয়েছে যে শোভন এবং বৈশাখী নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখন ভাবতে শুরু করেছেন। আর দশমীর সন্ধ্যায় যা হলো তা কার্যত সেই ভাবনার উপর সীলমোহর দিয়ে দিল। চিরাচরিত ঢঙেই এদিনও রং মিলিয়ে পোশাক পরেছিলেন শোভন এবং বৈশাখী। শোভনের পড়নে ছিল নীল রঙের পাঞ্জাবি এবং বৈশাখী পড়েছিলেন নীল-লাল শাড়ি। দুর্গা মায়ের সামনে বরণ করার পর সিঁদুর খেলার সময় শোভনকে প্রমাণ করেন বৈশাখী এবং তখনই তাঁর মাথায় সিঁদুর পরিয়ে দেন শোভন।

পুজোর আগেই দুজনে একসঙ্গে ফটো শুট করে প্রচন্ড ট্রলড হয়েছিলেন। একাধিক কুরুচিকর মন্তব্য এবং মিমের সম্মুখীন হতে হয়েছিল তাদের। কিন্তু সেই ইস্যুতে খুব একটা বেশি মুখ খোলেননি তারা দুজনেই। ওইটাই পুজোর সময় একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন এবং সপ্তমীর দিন গিয়েছিলেন সুজিত বসুর পুজো, ‘বুর্জ খালিফা’ দেখতে। তবে দশমীর সন্ধ্যায় যা হলো তা হয়তো সব কৌতুহল ছাড়িয়ে চলে গেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 1 =