দার্জিলিং: দার্জিলিংয়ের পাহাড়ে এখন প্রশাসনিক ব্যস্ততায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর পাহাড়কে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টায় তিনি রয়েছেন সেখানে। আর ঠিক এই সময়েই পাহাড়ে পৌঁছে গেলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ সঙ্গে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় দু’ঘণ্টা বৈঠক করেছেন তিনি। এই সাক্ষাৎকারে রাজনীতির অন্দরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন, তবে কি আবার তৃণমূলেই ফিরছেন শোভন?
অভিষেকের সঙ্গে দেখা
এর আগে ২৫ সেপ্টেম্বর দুপুরবেলা কালীঘাটে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন। প্রায় তিন ঘণ্টা ধরে হয় সেই বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনের মন্তব্য, “অভিষেক যেভাবে পরিকল্পনা করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে, তা আমি কাছ থেকে দেখলাম। দীর্ঘ আলোচনা হয়েছে।” সেই বৈঠকের পরই জল্পনা ছড়ায়, সক্রিয় রাজনীতিতে ফেরার পথে কি শোভন? আর তার কয়েক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
দার্জিলিংয়ের এই সাক্ষাৎকার ঘিরে এখন জোর জল্পনা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই নাকি পাহাড়ে পৌঁছেছিলেন শোভন। যদিও বিষয়টি নিয়ে কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ রাজ্যে বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এমন সময় শোভনের ফের দলীয় শিবিরে দেখা মিললে, সেটি হতে পারে বড় ইঙ্গিত।
দল বদল Sovan Mamata Darjeeling Meeting
একসময় কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের অন্যতম সংগঠক হিসেবেই পরিচিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়। পরে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও, ধীরে ধীরে গেরুয়া শিবির থেকেও নিজেকে গুটিয়ে নেন তিনি। রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অটুট রেখেছেন, প্রতি বছর ভাইফোঁটা নিতে তাঁর কালীঘাটে যাওয়াই তার প্রমাণ।
আর এবার মুখ্যমন্ত্রীর পাহাড় সফরে তাঁর উপস্থিতি যেন সেই পুরনো সমীকরণকেই নতুন করে জীবিত করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, “যে সম্পর্ক রাজনীতির চেয়েও বড়, সেখানে পুনর্মিলনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।”
Bengal: Former Kolkata Mayor Sovan Chatterjee and Baisakhi Banerjee met Mamata Banerjee in Darjeeling, fueling speculation about his return to TMC. The two-hour session follows a prior meeting with Abhishek Banerjee. Is this a major political shift before the state elections?










