বিজেপি প্রার্থীর ফেসবুক পোস্ট নিয়ে বিস্ফোরক দাবি শোভনদেবের!

বিজেপি প্রার্থীর ফেসবুক পোস্ট নিয়ে বিস্ফোরক দাবি শোভনদেবের!

খড়দহে: তৃণমূলের প্রয়াত বিধায়ক কাজল সিনহার ছবি নিয়ে প্রচারে সহানুভূতি কুড়নোর চেষ্টা করার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী জয় সাহার বিরুদ্ধে৷ এবার এবিষয়ে মুখ খুললেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়৷

বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে বিস্ফোরক দাবি করেছেন শোভনদেব৷ বলেছেন, ‘‘জয় সাহা আগামী দিনে আমাদের দলেই যোগ দান করবে। কারন বিজেপির কোনও রাজনৈতিক নীতি নেই৷ শুধু বিভেদ সৃষ্টির চেষ্টা করে ওরা। তাই আগামী দিনে জয় সাহা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্রচার করবেন।”

এদিন খড়দহ বিধানসভার অন্তর্গত পানিহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে বেরিয়েছিলেন শোভনদেব৷ বেশ কয়েকটি পথসভার মধ্য দিয়ে জনসংযোগ করেন তিনি। এদিন প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী করা সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে যে চাপানোতর চলছে সেই প্রসঙ্গে মুখ খোলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই বিস্ফোরক  এই দাবি করেন শোভনদেব৷

এদিকে এদিনই বিজেপি প্রার্থী জয় সাহা বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা৷ নন্দিতা সিনহার অভিযোগ, বিজেপি প্রার্থী বিনা অনুমতিতে তার বাড়িতে প্রবেশ করে আশীর্বাদ নিয়েছে ও ফটোতে মাল্যদান করেছেন৷ পাশাপাশি কাজল সিনহার ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে তিনি তাঁর নির্বাচনী প্রচার চালাচ্ছেন৷ যদিও এবিষয়ে বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, খড়দহ বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে আমার মনে হয়েছে আমার তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত৷ তাই আমি তার বাড়িতে গিয়েছি শ্রদ্ধা জানিয়েছে৷ এর সাথে রাজনীতির কোনও ব্যাপার নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 10 =