কলকাতা: বিধানসভার গড়হাজির বাবুল সুপ্রিয়৷ তিনি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সময়েও আসেন না৷ গত বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তরপর্বের প্রথমার্ধে বিধায়ক কল্লোল খাঁয়ের লিখিত প্রশ্নের জবাব দেওয়ার কথা ছিল পর্যটনমন্ত্রীর৷ কিন্তু সময়ে উপস্থিত হননি বাবুল৷ তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যারয়। এই বিষয়টি নিয়ে শুক্রবারও বিধায়কদের মধ্যে চর্চা চলেছে। এমনকী, গত অধিবেশনে পর্যটন দফতরের প্রশ্নোত্তর পর্বে বাবুলের দেওয়া তথ্যেও গরমিল ধরা পড়েছিল৷ সেই সময় স্বয়ং মুখ্যমন্ত্রীকে উঠে উত্তর দিতে হয়েছিল৷
এদিনও নির্ধারিত সময়ের অনেক পরেই অধিবেশন কক্ষে প্রবেশ করেন বাবুল৷ সেটা দেখেই ক্ষুব্ধ হন স্পিকার। দেরিতে আসা নিয়ে শাসকদলের আরেক বিধায়ক কল্লোল খাঁ-কেও এদিন সতর্ক করা হয়েছে। প্রসঙ্গত, এদিন কল্লোলই ছিলেন প্রশ্নকর্তা। উভয়েরই দেরিতে আসা নিয়ে উষ্মা প্রকাশ করে বাবুলের উদ্দেশ্যে স্পিকার বলেন, ‘‘আপনারা সময়ে না এলে সব গুরুত্বহীন হয়ে পড়ে। এটা আপনাদের কাছে প্রত্যাশিত নয়।”
এরপরই অন্য একটি বিষয়ে বাবুলের উদ্দেশ্যে স্পিকারের মন্তব্য, “রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যটকদের প্রয়োজনে সরকারের তরফে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, এর পরেও অনেক জায়গায় পরিষেবা নিয়ে অভিযোগ থাকে। তখন মন্ত্রীদের সঙ্গে তো যোগাযোগই করা যায় না। আর সকলের অভিযোগ সমান গুরুত্ব পায় না।” এর পর কিছুটা তির্যক সুরেই স্পিকার বলেন, “সবাই তো আর বাবুলের ‘আক্সেস’ পায় না।’’ উত্তরে পর্যটনমন্ত্রী বলেন,‘‘পর্যটন দপ্তরের ওয়েবসাইটে প্রচুর ই-মেল পাই। টিডিসিএলের গ্রিভান্স রয়েছে।”