হাওড়া: গতকাল রাতের ঘটনার পর এখন পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। অন্যদিকে এমনও অনেক মানুষ আছেন যারা অল্পের জন্য বেঁচে গিয়েছেন। ভাগ্য তাদের সঙ্গ দিয়েছে। এই রকম অনেক মানুষকে নিয়ে বালেশ্বর থেকে হাওড়া ফিরেছে একটি বিশেষ ট্রেন। রেলসূত্রে খবর, দুর্ঘটনার কারণে আটকে পড়া ২০০ যাত্রী নিয়ে এই ট্রেন ফিরেছে বাংলায়। আরও ১০০০ যাত্রীকে নিয়ে হাওড়া ফিরছে অন্য একটি ট্রেনও। শুধু বাংলা নয়, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে চেন্নাইগামী যাত্রীদের জন্যও।
রেল জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৬১ জন। আহতের সংখ্যা ৬৫০। আহত যাত্রীদের গোপালপুর, খাঁতাপাড়া, বালেশ্বর, ভদ্রক এবং সোরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা কারণ উদ্ধারকাজ শেষ হয়নি এখনও পর্যন্ত বলে খবর। সেটা শেষ হলেই পরিষ্কার হবে যে কত মানুষের প্রাণ কাড়ল এই মর্মান্তিক দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার পর ১৫ ঘণ্টা কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এটা সঠিক ভাবে বোঝা যাচ্ছে না যে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল। একাধিক তত্ত্ব সামনে এলেও নিশ্চিতভাবে কোনও কিছুই বলা সম্ভব হচ্ছে না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পুরীতে জলে নামলেই গায়ে তীব্র চুলকানি-লাল দাগ, পুরীতে গিয়ে বিপাকে পর্যটকরা!” width=”853″>
ইতিমধ্যেই জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
