আজই রদবদল, মমতার সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন মুখ কারা ? রইল তালিকা

আজই রদবদল, মমতার সম্প্রসারিত মন্ত্রিসভার নতুন মুখ কারা ? রইল তালিকা

কলকাতা:  আজ রাজ্য মন্ত্রিসভার রদবদল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আজ রাজ্য মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল হতে চলেছে ৷ একাধিক নতুন মুখের দেখা মিলবে বলেই নবান্ন সূত্রে খবর৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আসতে পারে সাতটি নতুন মুখ৷ বাদ পড়তে পারেন ৪ জন মন্ত্রী৷ নতুন মুখ হিসাবে মমতার মন্ত্রিসভায় দেখা যেতে পারে বিপ্লব রায়চৌধুরী (পাঁশপুড়া পূর্ব), প্রদীপ মজুমদার (দুর্গাপুর পূর্ব), পার্থ ভৌমিক (নৈহাটি), স্নেহাশিস চক্রবর্তী (জাঙ্গিপাড়া), বাবুল সুপ্রিয় (বালিগঞ্জ), উদয়ন গুহ (দিনহাটা) এবং সত্যজিৎ বর্মন (হেমতাবাদ)৷ আসতে পারেন তাজমুল হোসেন৷ 

জানা যাচ্ছে, পরেশ অধিকারীর জায়গায় সম্ভাব্য শিক্ষা প্রতিমন্ত্রী হতে পারেন জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী৷ সম্ভাব্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার৷ যে চারজন মন্ত্রীত্ব হারাতে পারেন, তাঁরা হলেন- সৌমেন মহাপাত্র, পরেশ অধিকারী, রত্না দে নাগ৷ বেশ কিছু প্রতিমন্ত্রী আবার পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পেতে পারেন বলে সূত্রের খবর৷ সাংগঠনির দায়িত্ব থেকে অনেকেই মন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন৷  রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, ফের মন্ত্রিসভায় আসতে পারেন তাপস রায় । তিনি দলের বর্ষীয়ান নেতা। উত্তর কলকাতায় তাঁর প্রভাব আছে যথেষ্ট। 

বুধবার বিকেল ৪টের সময় রাজভবনে হবে শপথগ্রহণ অনুষ্ঠান৷ মঙ্গলবার সকালেই নতুন মন্ত্রীদের নামের তালিকা রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাতে সোমবার রাতেই ইম্ফল থেকে কলকাতায় এসে গিয়েছেন দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন ৷  শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শুভেন্দু অধিকারী, বিমান বসু৷ আজই নতুন মন্ত্রীদের দফতরের দায়িত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তেমনটাই খবর৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =