কলকাতা: ২০১১ সালের টেট প্রার্থীদের ভুল ও সিলেবাসের বাইরের প্রশ্নের জন্য নম্বর দেয়নি এসএসসি। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই কাজ করা হয়নি। তাই নির্দেশ অমান্য করার জন্য এসএসসি চরম ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। এছাড়া নতুন রিপোর্ট নিয়ে এসএসসি চেয়ারম্যানকে ব্যাক্তিগতভাবে হাজিরা দিতে বলা হয়। এদিন হাজিরা দিলেন তিনি।
আরও পড়ুন- নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার SSC-র আইনকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে
শুক্রবার আদালতে হাজিরা দিয়ে এসএসসি চেয়ারম্যান জানান, আদালতের প্রথম নির্দেশ বুঝতে ভুল হয়েছিল। দু’জন ইংরেজি বিশেষজ্ঞ দিয়ে ১৭ মার্চ ২০২৩ এবং ২৯ জুন ২০২২-র নির্দেশ নিয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, মামলাকারীদের স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৭ মার্চ আদালতের নির্দেশ অমান্য করায় কমিশনকে চরম ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা৷ কার্যত বিরক্তি প্রকাশ করেই বলেন, আদালতের সঙ্গে খেলা চলছে। এসএসসি নিয়োগ করছে, অথচ তারাই ভুল প্রশ্ন করছে। সব পরিকল্পিত। তিনি এও জানান, তাঁর বলতে দ্বিধা নেই, এসএসসি একটা প্রজন্মের ভবিষ্যত নিয়ে খেলছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দুর্নীতিতে আরও প্রভাবশালী নাম! ED unearths important details over recruitment scam” width=”560″>
প্রসঙ্গত, ২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় সিলেবাস-এর বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন ৮৩জন প্রার্থী। গত বছর জুন মাসে মামলাকারীদের ভুল প্রশ্নের নিরিখে নম্বর দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। কিন্ত, এসএসসি সিদ্ধান্ত নিয়েছিল সিলেবাসের বাইরের প্রশ্নে নম্বর দেওয়া হবে না৷ কারণ তাহলে যারা সেই প্রশ্ন অ্যাটেন্ড করেনি, তাদেরও নম্বর দিতে হবে। তাই তারা আদালতের নির্দেশ মানেনি।