নয়া দিল্লি: ২৫ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ এখন আদালতের হাতে বন্দি৷ মঙ্গলবার রয়েছে চাকরি বাতিল মামলার শুনানি৷ আদৌ কি চাকরি বহাল থাকবে তাঁদের? শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে এই ২৫ হাজার প্রার্থী৷
কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় ২৫ হাজারের শিক্ষক ও শিক্ষাকর্মীর৷ ব্যাপক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেলই বাতিল করে দেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ৷ অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয় সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও এসএসসি৷ স্কুল সার্ভিস কমিশনের দাবি, কতজন অবৈধভাবে চাকরি পেয়েছিল, তার একটা হিসেব হাই কোর্টে দেওয়ার পরেও কেন পুরো প্যানেল বাতিল করা হল? কলকাতা হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ সেই মামলারই শুনানি হবে আজ মঙ্গলবার৷