হঠাৎ ইস্তফা দিলেন রাজ্যের এজি, পদত্যাগপত্র গেল শুধু রাজ্যপালের কাছে

হঠাৎ ইস্তফা দিলেন রাজ্যের এজি, পদত্যাগপত্র গেল শুধু রাজ্যপালের কাছে

state

কলকাতা: রাজ্যের এজি পদে বদল নিয়ে জল্পনা শুরু হয়েছিল অনেকদিন ধরে। সেই বদলের আগেই পদত্যাগ করলেন রাজ্যের বর্তমান অ্যাডভোকেট জেনারেল বা এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এদিন তিনি তাঁর ইস্তফাপত্র শুধুমাত্র রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠিয়েছেন বলেই জানা গিয়েছে। তবে কিছু সময়ের মধ্যে তা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং আইনমন্ত্রী মলয় ঘটককে পদত্যাগপত্র পাঠাবেন তিনি বলে জানা গিয়েছে। 

সম্প্রতি খবর রটেছে এজি পদে আইনজীবী কিশোর দত্তকে নিয়োগ করা হতে পারে। তার আগে গত ৭ নভেম্বর মঙ্গলবার, পাবলিক প্রসিকিউটর (পিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয় শাশ্বতগোপাল মুখোপাধ্যায়কে। নতুন পিপি হন দেবাশিস রায়। এরপর থেকে এজি পদ নিয়ে কৌতূহল আরও বাড়তে শুরু করে। কিন্তু রাজ্যের কোনও পদক্ষেপের আগেই বিদেশ থেকে নিজের পদত্যাগ পত্র রাজ্যপালকে পাঠিয়ে দিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। যদিও কেন তিনি আচমকা পদত্যাগ করলেন, তা ব্যাখ্যা করেননি প্রবীণ আইনজীবী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − two =