কলকাতা: ঝালদা পুরসভার মামলা নিয়ে দোলাচল চলছেই। এবার আরও একবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার আর স্বস্তি পেলেন কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ। আসলে তাঁর বিরুদ্ধে করা এফআইআর খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই মামলায় আদালতের পক্ষ থেকে আগেই পিন্টু চন্দকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা, বড় ঘোষণা অর্থমন্ত্রীর
বিষয় হল, ঝালদা পুরসভায় তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা এনেছিল কংগ্রেস, স্বাভাবিকভাবেই অনাস্থা আনার পক্ষে ছিলেন কাউন্সিলর পিন্টু চন্দ। এরপরেই পুরনো মামলায় সাক্ষী হিসেবে পিন্টুকে তলব করা হয় ঝালদা থানায়। যদিও তিনি হাজিরা দেননি। তাই পিন্টু চন্দকে পুলিশ ফেরার অপরাধী ঘোষণার আর্জি জানায় আদালতে। সেই আর্জির বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিন্টু। এই মামলাতেই আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য।
ঝালদা থানার ওসি আদালতে হাজিরা দিয়ে দাবি করেছিলেন, ঘটনার দিন আতশবাজি উদ্ধার করা হয়েছিল কংগ্রেস কাউন্সিলর পিন্টুর কাছ থেকে। কিন্তু বিচারপতির মন্তব্য, সিবিআই রিপোর্টে স্পষ্ট সেদিন পিন্টু সিবিআই দফতরেই উপস্থিত ছিলেন এবং সিবিআই দফতরের সিসিটিভির ফুটেজ রয়েছে। এরপরে ঝালদা থানার ওসি কোনও রকম সদুত্তর দিতে পারেননি। তাই কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে করা এফআইআর খারিজ করে দেন বিচারপতি রাজাশেখর মান্থা।