রথযাত্রা সহ একাধিক ইস্যুতে আজ মঙ্গলবার, দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়, মুকুল রায়, রাহুল সিনহার মতো রাজ্যের প্রথম সারির নেতারা। অন্যদিকে বদল করা হল বিজেপি আইনজীবী। আইনজীবী অনিন্দ্য মিত্রের বদলে এবার মামলা লড়বেন এস কে কাপুর।
