কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ এসেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু লাভ হয়নি। এবার এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, রাজ্য সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানালে তা খারিজ হয়ে যায়। তবে আগামী ৩ জুলাই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে রাজ্যকে এই মামলা মেনশন করতে বলেছে শীর্ষ আদালতের অবকাশ কালীন বেঞ্চ।
পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। ঘটনা পরম্পরায় সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার বেঞ্চ পরিবর্তিত হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে। নতুন বেঞ্চে মামলা সরতেই সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার৷ কিন্তু, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখেন বিচারপতি সিন্হা। তিনি রাজ্যের আর্জি খারিজ করে দেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ‘দাস’ থেকে ‘বন্দ্যোপাধ্যায়’ হলেন স্কুলের হেডস্যার!” width=”560″>
এরপর রাজ্য ডিভিশন বেঞ্চে আবেদন করছিল। নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেছিলেন, আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের৷ সাধারণত কোনও ঘটনা ঘটলে তা রাজ্যে পুলিশই তদন্ত করে। খুবই কম ক্ষেত্রে অন্য সংস্থার হাতে তদন্তভার দেওয়া হয়। এ ক্ষেত্রে রাজ্যকে সুযোগই দেওয়া হয়নি। তাই ইডির আবেদন কোনও ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না৷