কলকাতা: সবজির বাজারে আগুন৷ কাঁচা লঙ্কা কেজি প্রতি ১৫০ টাকা, আদা ২৫০, রসুন ৩০০! পাল্লা দিয়ে চড়া শাক সবজি। সবজির ঝুলি হাতে নিয়ে বাজারে গেলে রীতিমতো ছ্যাঁকা লাগছে হাতে৷
বর্ধিত মূল্য সম্পর্কে অবগত সরকারও। সেই বিষয়টি মাথায় রেখেই কলকাতার লেকমার্কেট, সল্টলেক, রাজারহাট, নিউটাউন-সহ বিভিন্ন এলাকায় সুফল বাংলার আরও ১১টি ভ্রাম্যমান স্টল চালু করল রাজ্য।
সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যজুড়ে সুফল বাংলার ৪৬৮টি স্টল ইতিমধ্যেই খোলা হয়েছে। নতুন করে আরও ১১টি স্টল খোলা হল৷ সুফল বাংলার স্টলে বাজারের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ কমে সবকিছু পেতে পারবেন গ্রাহকরা। সুফল বাংলায় কেজি প্রতি জ্যোতি আলুর দাম ২৯ টাকা, কাঁচা লঙ্কা ১২০, আদা ২০০, রসুন ২৪০ টাকা৷ উচ্ছে মিলছে ৭০ টাকায়।