বোমা বিস্ফোরণের মামলা নিয়ে চাপে রাজ্য, রিপোর্ট ইস্যুতে চাওয়া হল সময়

বোমা বিস্ফোরণের মামলা নিয়ে চাপে রাজ্য, রিপোর্ট ইস্যুতে চাওয়া হল সময়

কলকাতা: একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনায় চাপ বেড়েছে রাজ্যের। আদালতেও রিপোর্ট জমা দিতে হয়েছে। সম্প্রতি মালদা বিস্ফোরণের রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। কিন্তু গোসাবা নিয়ে রিপোর্ট এখনও জমা পড়েনি। সেই নিয়ে প্রশ্ন তুলল আদালত। আসলে রাজ্যের তরফ থেকে মালদায় বিস্ফোরণ সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হলেও, গোসাবায় বিস্ফোরণ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চেয়েছে প্রশাসন।

আরও পড়ুন- বিজেপি সভাপতি লিখে দিক ২৫ আসন না পেলে কান ধরে ওঠবোস করবেন , আক্রমণ ফিরহাদের

মালদা ও গোসাবায় বিস্ফোরণের পর কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলাকারীদের তরফ থেকে আবেদন করা হয় এনআইএ তদন্তের। মালদা নিয়ে দুটি এবং গোসাবা নিয়ে একটা জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পরেই আদালতের তরফ থেকে রিপোর্ট তলব করা হয় রাজ্য সরকারের কাছে। আজ, মঙ্গলবার মালদা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হলেও গোসাবা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছে রাজ্য। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ আগস্ট।

গত এপ্রিল মাসেই মালদহে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জখম হয় পাঁচ বালক। সেই সময় তুঙ্গে ওঠে শাসক-বিরোধী তরজা। রাজ্য সরকারকে টুইটে কটাক্ষ করেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য। তার পালটা জবাবও দেয় ঘাসফুল শিবির। অভিযোগ ছিল মালদহের কালিয়াচক থানার গোপালনগর এলাকায় এক বাড়ির পিছনে জঙ্গলে ব্যাগের মধ্যে মজুত করা ছিল বোমাগুলি। ক্রিকেট বল ছুড়ে ক‍্যাচ ধরতে গিয়েই ঘটে বিপত্তি ঘটেছিল। অন্যদিকে গোসাবায় বোমা ফেটে জখম হয় কয়েক জন বিজেপি কর্মী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − three =