উচ্চ মাধ্যমিকে ব্যর্থ হয়ে বসেছিলেন ধর্নায়, মালদহে আত্মঘাতী ছাত্রী

উচ্চ মাধ্যমিকে ব্যর্থ হয়ে বসেছিলেন ধর্নায়, মালদহে আত্মঘাতী ছাত্রী

মালদহ: এই বছর উচ্চ মাধ্যমি পরীক্ষা দিয়েছিলেন তিনি৷ কিন্তু ইংরেজিতে ব্যর্থ হন। ফল প্রকাশের পর থেকেই মালদহ শিক্ষা দফতরে পাশ করানোর দাবিতে আন্দোলনে সামিল। কিন্তু, আন্দোলনে কোনও সাড়া মেলেনি৷ শনিবার শম্পা হালদার (১৭) নামে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ৷ ঘটনাটি মালদহের হবিবপুর থানার ডুবাপাড়া এলাকায়৷ শম্পার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যাই করেছেন ওই ছাত্রী।

আরও পড়ুন- আবাস যোজনায় ‘বাংলা’ মুছে ‘প্রধানমন্ত্রী’ না করলে একটা টাকাও নয়, নবান্নে চিঠি কেন্দ্রের

শম্পা হবিবপুরের আরএন রায় গার্লস স্কুল থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। এ বছর ওই স্কুল থেকে মোট ১৮০ জন পরীক্ষায় বসেছিলেন৷ তার মধ্যে মাত্র ৮০ জন পাশ করেন। বাকিরা অকৃতকার্য হন। এর পর পাশ করানোর দাবিতে মালদহের বুলবুলচণ্ডী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে শুরু হয় তাঁদের বিক্ষোভ৷ সম্প্রতি জেলা শিক্ষা দফতর ঘেরাও করেও বিক্ষোভও দেখিয়েছিলেন তাঁরা। সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন শম্পাও৷ শম্পার বাবা কুশি হালদার বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জন্যই মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।