পড়ুয়া-সহ নিখোঁজ ৩টি স্কুলবাস! পরে মিলল সন্ধান

পড়ুয়া-সহ নিখোঁজ ৩টি স্কুলবাস! পরে মিলল সন্ধান

কলকাতা: তিনটি স্কুল বাস-সহ নিখোঁজ একাধিক পড়ুয়া! স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ৩টি বাস৷ অভিভাকদের অভিযোগ, ১২টা থেকে নিখোঁজ পড়ুয়ারা৷ মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় বহু পড়ুয়া৷ স্কুল ছুটির পর ৩টি বাসে করে বেরিয়েছিল পড়ুয়ারা৷ নিখোঁজ হওয়ার পর থেকে কোনও পড়ুয়া বাড়ি ফেরেনি, দাবি অভিভাকদের৷ স্কুলের সামনে বিক্ষোভ অভিভাকদের৷ অভিযোগ, নিখোঁজ হওয়ার পর থেকে বাস চালকদের ফোন স্যুইচড অফ৷

আরও পড়ুন- ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও দুই অসহায় ছেলেকে ছেড়ে পালাল বাবা

করোনা কালের পর আজই প্রথম খুলেছে এই স্কুল। নিয়ম মতোই সকালে বাচ্চাদের স্কুলে পাঠিয়েছিলেন অভিভাবকরা। বেলা ১২ টায় স্কুল ছুটি হয়ে যায়। কিন্তু অভিভাবকদের অভিযোগ, ৩টে বেজে গেলেও তাদের সন্তানরা কেউ বাড়ি ফেরেনি! এদিকে যে তিন চালক বাস নিয়ে বেরিয়েছে তাদেরও কারোর সন্ধান মিলছে না, সবার ফোন বন্ধ। বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে ওই নিখোঁজ পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে। স্কুলে এসে বিক্ষোভে ফেটে পড়ে তারা। আসলে নির্দিষ্ট সময়ের পরও বাচ্চারা বাড়ি না ফেরায় অভিভাবকেরা স্কুলে হাজির হন৷ তাঁদের মুখ থেকে বিষয়টি শুনে হতভম্ব হয়ে যায় স্কুল কর্তৃপক্ষও৷ এরপরই শুরু হয় প্রবল বিক্ষোভ৷ এই ঘটনার কয়েক ঘণ্টা পর নিখোঁজ পড়ুয়া-সহ ৩টি বাসের সন্ধান পাওয়া যায়৷

আরও পড়ুন- অবশেষে খোঁজ মিলল পড়ুয়া-সহ নিখোঁজ বাসের! রুট ভুলে অন্য পথে? প্রশ্নের মুখে চালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fourteen =