কলকাতা: সম্প্রতি প্রকাশি হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল৷ উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবিতে সোমবার যশোর রোড অবরোধ করে আত্মহত্যার হুমকি দেয় বনগাঁ কুমুদিনী স্কুলের অকৃতকার্য পড়ুয়ারা৷ তাঁদের দাবি, সকলকে পাশ করিয়ে দিতে হবে। দাবি পূরণ না হলে রাস্তাতেই চলবে তাঁদের অনশন আন্দোলন৷ বনগাঁ ছাড়াও হুগলি, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলায় পাশ করানোর দাবিতে প্রায় একই রকম বিক্ষোভের ছবি ধরা পড়েছে।
আরও পড়ুন- জল্পনা সত্যি করে বাড়ল গ্রীষ্মের ছুটি, কত দিন বন্ধ থাকবে স্কুল?
চলতি বছর উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনী স্কুলের ২৭৯ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৭ জন পরীক্ষার্থী ইংরেজি-সহ অন্যান্য বিষয়ে ফেল করেন৷ তাঁদের পাশ করানোর দাবিতে সোমবার সকাল থেকে স্কুলের সামনে যশোর রোডের উপর ধর্নায় বসেন তাঁরা৷ পথ অবরোধ করে শুরু হয় বিক্ষোভ৷ তাঁদের কথায়, শিক্ষাবর্ষের মাঝে পাঠ্যক্রমের নানা পরিবর্তন আনা হয়েছে৷ প্রথমে বলা হয়েছিল অনলাইনে পরীক্ষা হবে, পরে বলা হয় অফলাইন৷ অঙ্কিতা পাল নামে এক ছাত্রীর কথায়, ‘‘বারবার সিলেবাস পাল্টাছে। অনলাইনে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা হয়েছে অফলাইনে৷ এতজন পড়ুয়া একসঙ্গে এক বিষয়ে ফেল করতে পারে না। যত ক্ষণ পর্যন্ত না আমাদের পাশ করানো হবে, আমাদের আন্দোলন চলবে। আমরা রাস্তা থেকে উঠব না।’’
একই দাবি নিয়ে যশোর রোড অবরোধ করেন উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারাও৷ এই স্কুলে ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জনই অনুত্তীর্ণ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>