বাঁকুড়া: তালাবন্ধ অবস্থায় বেশ কিছুক্ষণ বিজেপি পার্টি অফিসের ভিতরে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। শেষমেষ তাঁকে উদ্ধার করতে যেতে হয় বিশাল পুলিশ বাহিনীকে। না , এই ঘটনাও তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়নি। কারণ, এই ঘটনা ঘটিয়েছে খোদ বিজেপি কর্মীরাই! জানা গিয়েছে, বাঁকুড়ায় বিজেপি পার্টি অফিসের ভিতরে একটি ঘরে তাঁকে ঢুকিয়ে তালা মেরে দেন তাঁরা। সঙ্গে তোলা হয় ‘হায় হায়’ স্লোগান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাঁকুড়ার বিজেপি পার্টি অফিসে আসতেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন তারা। এরপর বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছালে তাঁকে পার্টি অফিসের ভিতরেই এক ঘরে ঢুকিয়ে তালাবন্ধ করে দেওয়া হয়। তার পর বন্ধ ঘরের সামনে দাঁড়িয়ে চলতে থাকে স্লোগান। এইভাবে বেশি কিছুক্ষণ চলার পর কেউ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করে। সেই সময়ে বিক্ষোভরত কর্মী-সমর্থকদের সঙ্গে সুভাষ সরকারের নিরাপত্তারক্ষীদেরও রীতিমতো ধস্তাধস্তি বেধে যায়।
কিন্তু কেন এই অবাক করা ঘটনা? জানা গিয়েছে, জেলার বিজেপি সমর্থকদের একাংশের অভিযোগ সুভাষ সরকারের কারণেই এত দিন ধরে গড়ে তোলা সংগঠন ধরে রাখা যাচ্ছে না। তিনি তাঁর কিছু লোক দিয়েই দল চালানোর চেষ্টা করছেন। বার বার আপত্তি জানিয়েও কাজ হয়নি। তাই তারা এই বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। তাদের এও বক্তব্য, নিজেদের মতো করে তৃণমূল এবং সিপিএমের বিরুদ্ধে লড়াই করে শেষ লোকসভা নির্বাচনে বিজেপি ভালো করেছিল। কিন্তু এখন সংগঠন মজবুত করা যাচ্ছে না এই স্বজনপোষণের জন্য।