মামলাকারীর দেখা নেই, অথচ আমার ডেট পরে যাচ্ছে: সুব্রত

মামলাকারীর দেখা নেই, অথচ আমার ডেট পরে যাচ্ছে: সুব্রত

কলকাতা: অবশেষে আদালতের চৌকাঠে পা রাখলেন রাজ্যের দাপুটে মন্ত্রী৷ পুরনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা৷ তারই জেরে লক্ষ্মীবারের দুপুরে বিধাননগর এমপি এমএলএ আদালতে হাজির হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷

সেখানেই রীতিমতো ক্ষোভের সুরে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘প্রায় ২০ বাইশ বছর আগে ট্রাফিক কেস একটা৷ সেই ট্রাফিক কেসে যে মামলা করেছিল সে আসেন না৷ কিন্তু আমার ডেট পরেই যাচ্ছে আমরা আসছি। পুজোর পরে আবার ডেট দেওয়া হয়েছে।’’

১৯৯৪ সালে প্রকাশ্য রাস্তায় বাস ড্রাইভারকে চড় মারার ঘটনায় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সুব্রত মুখোপাধ্যায় নামে। সেই কারনে আজ বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালতে হাজির হন সুব্রত মুখোপাধ্যায়। যদিও আদালত থেকে বেরিয়ে মন্ত্রী জানান, আজ তিনি জামিন নিতে এসেছিলেন। পরবর্তী সময় ১৬ নভেম্বর আবার তাকে বিধাননগর এমপি এমএলএ বিশেষ আদালতে আসতে হবে।

প্রসঙ্গত, মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এদিন আগে থেকেই আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল৷ যদিও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এবং মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এদিন আদালত চত্বরে উৎসুক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 2 =