মিলেছে জামিন, টাকা দিতে পারবেন তো ‘নিঃস্ব’ সুদীপ্ত সেন?

মিলেছে জামিন, টাকা দিতে পারবেন তো ‘নিঃস্ব’ সুদীপ্ত সেন?

কলকাতা:  দীর্ঘ ৮ বছর ধরে জেলে রয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেন৷ ইতিমধ্যে তিনটি মামলায় জামিন পেয়ে গিয়েছেন তিনি৷ একটি মামলায় এখনও জামিন পাওয়া বাকি৷ কিন্তু জামিন পেলে কী হবে, জামিন করানোর টাকাটুকুও নেই একদা ধনকুবের সুদীপ্ত সেনের কাছে৷ ফলে জামিন পেলেও টাকার অভাবে তাঁর জেলমুক্তি হবে কিনা, তা নিয়ে সংশয়ে সুদীপ্তর আইনজীবী৷

সুদীপ্ত সেনের আইনজীবী সমীর দাস বলেন, ‘চারটি মামলার মধ্যে তিনটিতে ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন সুদীপ্ত সেন৷ কিন্তু এর জন্য ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে তাঁকে৷ এই টাকা জমা করতে পারেননি উনি৷ তাই আজও জেলেই রয়েছেন৷ সুদীপ্ত সেনের বিরুদ্ধে যে চারটি মামলা রয়েছে, তার মধ্যে সিবিআই-এর দায়ের করা দুটি মামলা রয়েছে আলিপুর আদালতে৷ একটি মমলা রয়েছে বিধাননগর আদালতে আর চতুর্থ মামলাটি রয়েছে ব্যাঙ্কশাল কোর্টের মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে।

আইনজীবী সমীর দাসই জানান, সুদীপ্ত সেনের পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয়৷ আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে সুদীপ্ত সেনের দুই স্ত্রী ও সন্তানরা৷ তাঁর মেয়ে ও ছোট ছেলে ছোটখাটো কাজ করে কোনও রকমে সংসার টানছে৷ এমনকী কোনও আত্মীয় স্বজনও তাঁদের সঙ্গে এখন আর সম্পর্ক রাখেন না৷ ফলে কী ভাবে ৩০ হাজার টাকা জোগাড় হবে, তা নিয়ে সংশয় রয়েছে৷ আদৌ তাঁর জামিন করানো সম্ভব কিনা, সে বিষয়েও তিনি সন্দিহান৷ প্রসঙ্গত, সারদা মামলায় অভিযুক্ত মদন মিত্র ও কুণাল ঘোষ জামিনে মুক্ত হয়ে জেলের বাইরে রয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =