ওমিক্রন আতঙ্ক, বুস্টার ডোজ দেওয়ার সময় হয়তো চলে এল

ওমিক্রন আতঙ্ক, বুস্টার ডোজ দেওয়ার সময় হয়তো চলে এল

কলকাতা: অনেকেই মনে করেছিলেন যে এবার হয়তো করোনাভাইরাস আতঙ্ক থেকে বেরিয়ে আসা সম্ভব কারণ ধীরে ধীরে উদ্বেগ কমতে শুরু করছিল। কিন্তু ঠিক এই সময় আবার নতুন আতঙ্ক নিয়ে এসেছে ওমিক্রন। টিকাকরণ কর্মসূচি চলার মাঝেই প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে যে টিকা এই প্রজাতি আটকাতে সক্ষম কিনা। এ নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে কিন্তু তার মাঝেই বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ চলে এলো। ৪০ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাস তৃতীয় ডোজ দেওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

করোনাভাইরাস নতুন প্রজাতি ইতিমধ্যেই ৩১ দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রেক্ষিতে এই ভারতকে আলাদা ভাবে সতর্ক করা হয়েছে। আবার গতকাল কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে এ দেশেও ওমিক্রন ধরা পড়েছে দুজনের শরীরে। তাই অবশ্যই ভাবে টিকাকরণের জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং মনে করা হচ্ছে টিকাই এই প্রজাতির বিরুদ্ধে মোক্ষম অস্ত্র। সেই প্রেক্ষিতে এখন ৪০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং এও জানান হচ্ছে ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থা থাকলেও দেওয়া যেতে পারে এই তৃতীয় টিকা। এমনই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারের কোভিড ইন্ডিয়ান সার্স-কোভ-টু জেনোমিক কনসর্টিয়াম। এর পাশাপাশি তারা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দ্রুত নেওয়ার পরামর্শ দিয়েছেন।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে টিকাকরণ কর্মসূচি চলছে এবং এখনও পর্যন্ত দেশে প্রায় ১২৫ কোটি ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে প্রথম টিকা নেওয়ার পরে অনেকেই এমন রয়েছেন যারা দ্বিতীয় টিকা নেননি। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন কর্মসূচি শুরু করেছে যাতে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া যায়। এখন এই নতুন প্রজাতির আতঙ্কের মাঝে টিকার ওপর আরও জোর দিচ্ছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 8 =