দায়িত্ব পেয়েই বাড়ল নিরাপত্তা, সুকান্তকে Z ক্যাটাগরি দিল কেন্দ্র

দায়িত্ব পেয়েই বাড়ল নিরাপত্তা, সুকান্তকে Z ক্যাটাগরি দিল কেন্দ্র

কলকাতা: দিন কয়েক আগেই রাজ্য বিজেপি সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন তিনি৷ আর দায়িত্ব নিতেই তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র৷ এবার থেকে বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তার দায়িত্বে থাকবেন মোট ৩৫ জন নিরাপত্তাকর্মী৷ 

আরও পড়ুন- বঙ্গে দুর্যোগ, বাতিল সরকারি কর্মচারীদের ছুটি

এদিকে দায়িত্ব নিয়েই ভবানীপুর কেন্দ্রে ভোট প্রচারের দায়িত্বে নেমে পড়েছেন তিনি৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন সুকান্ত মজুমদার৷ তবে বেশ কিছু জায়গায় তাঁকে পুলিশি বাধার মুখেও পড়তে হয়েছে৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়৷ এদিকে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজেপি নেতা মানস সাহার মৃত দেহ নিয়ে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান সুকান্তবাবু৷ এই ঘটনায় কালীঘাট থানার পুলিশ তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে৷ এর পরেই নয়া রাজ্য সভাপতিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র৷ 

জানা গিয়েছে, শনিবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন তিনি৷ তবে এখনও তাঁর নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত সকল জওয়ান রাজ্যে এসে পৌঁছননি৷ তবে রবিবারের মধ্যেই পুরো টিম পেয়ে যাবেন সুকান্তবাবু৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে ৩৫ জনকে নিয়োগ করা হলেও, একসময় থাকবে ১৫ জন৷ প্রসঙ্গত, সাংসদ হিসাবে এতদিন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন সুকান্ত মজুমদার৷ তবে এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি৷ দায়িত্ব বাড়ায় বাড়ল নিরাপত্তাও৷ 

আরও পড়ুন- গভীর নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টিতে ভাসবে বাংলার কোন কোন জেলা

মেয়াদ শেষ হওয়ারর আগেই রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে৷ নভেম্বর পর্যন্ত মেয়াদ ছিল তাঁর৷ দিলীপ ঘোষের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল৷ অবশেষে ১৪ সেপ্টেম্বর রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয় বালুর ঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =