কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে যে হিংসার ঘটনা ঘটেছে তার জন্য সম্পূর্ণ দায়ী শাসক দল তৃণমূল। বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলি এমনই অভিযোগ তুলেছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট হিংসা ঘটনার ইস্যুতে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছেন। এবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দাবি করলেন স্বয়ং রাজ্যপালও নাকি দুর্বৃত্তদের সঙ্গে তৃণমূল নেতৃত্বের যোগাযোগ পেয়েছেন। এদিন রাজভবনে রাজ্যপাল বোসের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেন সুকান্ত।
শুক্রবার কাকদ্বীপের সভা থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে বাংলা দেখেনি। কিন্তু বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলির দাবি একেবারে উল্টো। আজ রাজভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিরোধীরা মনোনয়ন জমা দিতে পেরেছে, ঠিক। কিন্তু তৃণমূল কংগ্রেসের আসল উদ্দেশ্য অন্য। তারা পরে ভয় দেখিয়ে, চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করানোর চেষ্টায় আছে। যাতে দেখাতে পারে যে, বিরোধীরা মনোনয়ন জমা দিয়েও প্রার্থী ধরে রাখতে পারেনি। যদিও একই সঙ্গে তিনি এও দাবি করেন, বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বহু পঞ্চায়েত মনোনয়নের কেন্দ্রে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ভাঙড়, ক্যানিংয়ের পর চোপড়া। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। Panchayet Election” width=”853″>
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সুকান্ত জানান, রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেও পঞ্চায়েত ভোট পর্বে দুর্বৃত্তদের ব্যবহার করার প্রমাণ পেয়েছেন এবং এর সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের যোগ আছে তার প্রমাণও পেয়েছেন। চলতি সপ্তাহে যে হিংসার ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ বিবরণ তাঁকে দেওয়া হয়েছে বলেও অবগত করেন বিজেপি নেতা।