‘ভূগোল বদলে গিয়েছে’, মমতাকে নৌকা উপহার দিতে চান সুকান্ত!

‘ভূগোল বদলে গিয়েছে’, মমতাকে নৌকা উপহার দিতে চান সুকান্ত!

কলকাতা: টানা বর্ষণের জেরে এখন শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গার অবস্থা খুবই খারাপ। বিভিন্ন এলাকা জলমগ্ন, প্রচুর মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। দুর্ভোগ কবে কমবে তার ইঙ্গিত এখনও পর্যন্ত মিলছে না। এদিকে, জল জমার কারণে ইতিমধ্যেই ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের একবালপুরে সভা বাতিল হয়েছে। এই প্রেক্ষিতেই শাসক দল তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন- বৃষ্টির জল ভেঙে ছুটছে ট্রেন, বিপর্যস্ত পরিষেবা! জমা জলে ছাত্রের মৃত্যু  

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ইস্যুতে মন্তব্য করতে গিয়ে বলেন, ”মমতাদির ভূগোল বদলে গিয়েছে, জ্ঞান একটু এদিক-ওদিক হয়ে গিয়েছে। উনি বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, ভেনিস বানিয়ে দিয়েছেন। এখন কলকাতার হাল ভেনিসের মত। আমি ভাবছিলাম যে, মমতাদিদিকে একটা নৌকা উপহার দেব যাতে ওনার ভোটের প্রচারে সুবিধা হয়।” আসলে একটানা বৃষ্টির ফলে একলাবপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা ছিল সেখানেও জল থইথই অবস্থা। সকাল থেকে অনেক চেষ্টা করেও পরিস্থিতি সভা যোগ্য করে তোলা সম্ভব হয়নি। তাই সেই প্রেক্ষিতেই কটাক্ক করতে শুরু করেছে বিজেপি। এমনকি খোঁচা দিয়ে এও বলা হয়েছে যে, রাজ্য সরকারের তরফে ‘দুয়ারে নৌকা’ প্রকল্প চালু করা হোক। 

আরও পড়ুন- চিটফান্ড মামলায় হাই কোর্টে হাজিরা রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের

এর পাশাপাশি তৃণমূলের সেই ‘খেলা হবে’ স্লোগান তুলেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দেন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ বলেন, ‘‘তৃণমূল ‘খেলা’ হবে স্লোগান দিয়েছে। খেলা কোনও দিন একপক্ষের হয় না৷ দু’পক্ষ নিয়ে খেলা হয়৷ অপেক্ষা করুন৷ সময় এলেই খেলা হবে৷’’ সেই সঙ্গে তৃণমূল সরকারকে ফ্যাসিবাদী সরকার বলেও তোপ দাগেন তিনি৷ তাঁর কথায়, এ রাজ্যে তালিবানিকরণ চলছে৷ এদিকে বঙ্গভঙ্গ ইস্যুতে তাঁর বক্তব্য, ”আমি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। আর পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হয়েই থাকতে চাই। যখনই উত্তরবঙ্গ বলা হবে তখনই মনে হবে উত্তরবঙ্গকে আলাদাভাবে দেখতে চাওয়া হচ্ছে। তবে ভারতীয় জনতা পার্টি সেটা কখনই চায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fifteen =