দায়িত্ব নিয়েই মমতার পাড়ায় রাজ্য BJP সভাপতি, প্রচারে বাধা পুলিশের

দায়িত্ব নিয়েই মমতার পাড়ায় রাজ্য BJP সভাপতি, প্রচারে বাধা পুলিশের

কলকাতা: দায়িত্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচারে নামলেন বিজেপি’র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ এদিকে, হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ঢোকার মুখেই তাঁদের পথ আটকায় পুলিশ৷ শুরু হয় তুলুম বচসা৷

আরও  পড়ুন- বাবুলের পর লকেট? দল বদলের জল্পনার মাঝেই হুগলির সাংসদের সঙ্গে দীর্ঘ বৈঠক নাড্ডার

এদিন মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে বিজেপি’র রাজ্য সভাপতি ভবানীপুর উপনির্বাচনের প্রচার শুরু করেন৷ একেবারে দরজায় দরজায় গিয়ে তিনি প্রচার চালান তিনি৷ কিন্ত যে রাস্তাটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাচ্ছে, সেখানে তাঁর পথ আটকায় পুলিশ৷ পুলিশ জানায় এত বেশি সংখ্যায় লোকজন নিয়ে যাওয়া যাবে না৷ পুলিশ সাফ জানিয়ে দেয়, এত লোক নিয়ে প্রচারের অনুমতি নেই৷ এর পরেই পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় জ্যোতির্ময় সিং-এর৷ ডিসি সাফ জানিয়ে দেন, এটা হাই সিকিউরিটি জোন৷ এখানে কোনও ভাবেই প্রবেশ করা যাবে না৷ 

নির্বাচন কমিশনের বেধে দেওয়া ১+৪ নিয়ম এদিন মানা হয়নি৷ চার জনের বদলে ভিড় জমিয়েছিলেন বহু সমর্থক৷ জোড় করে নিরাপত্তা ভাঙার চেষ্টা করলে প্রয়োজনে গ্রেফতার করার হুঁশিয়ারিও দেয় পুলিশ৷ সেই সঙ্গে বলা হয়, যাঁরা ভিড় জমিয়েছিলেন তাঁদের সকলের ভ্যাকসিন নেওয়া আছে কিনা, তাও নিশ্চিত নয়৷ এদির ঘটনা প্রসঙ্গে ডিসি বলেন, ‘১+৪ রুল মানা হয়নি এখানে৷ ভিড় নিয়ে ওরা এসেছিল৷ ওদের কাছে অস্ত্র ছিল৷ মিছিলের সকলে ভ্যাকসিন নিয়েছেন কিনা তাও জানা নেই৷ তাছাড়া এই রুটে যাওয়ার অনুমতি ওদের ছিল না৷ যে রুটে অনুমতি রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ ’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seventeen =