ফের পিছল সুকন্যার জামিনের মামলা, মেয়েকে নিয়ে উদ্বেগে অনুব্রত

ফের পিছল সুকন্যার জামিনের মামলা, মেয়েকে নিয়ে উদ্বেগে অনুব্রত

18c27149b8fa8f08861d4356af3f3678

 কলকাতা: ফের পিছল অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের মামলার শুনানি। ২২ অগাস্ট পর্যন্ত মামলা মুলতুবি রাখলেন দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা৷ সুকন্যা ও ইডি-দুই পক্ষকেই নিজেদের বক্তব্য লিখিতভাবে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সুকন্যার নতুন আইনজীবী শ কে৷ সে কথা অবশ্য জানেন না অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে পরিচয়ও নেই। ফলে আদালতে কী হল, তা নিয়ে উদ্বেগেই ছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তাই নিজের আইনজীবীদের ফোন করে মেয়ের খবর জানতে চান তিনি৷ কিন্তু, তাঁর আইনজীবীরাও জানতেন না সুকন্যার হয়ে কে এখন মামলা লড়ছেন। তাই দিনভর জেলে টেনশনেই কাটানগোটা কেষ্ট৷

গরু পাচার মামলায় অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল দু’জনই দিল্লির তিহার জেলে বন্দি। বারবার খরিজ হয়েছে তাঁদের জামিনের আবেদন৷ এদিন আদালতে সুকন্যার আইনজীবীরা বলেন, এই মামলার ইডির চার্জশিটে অন্যতম অভিযুক্ত ধৃত বিএসএফ ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নাম থাকা সত্ত্বেও, তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। শুধুমাত্র অনুব্রতর কন্যা বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ গত একবছর ধরে তাঁর চিকিৎসা চলছে। জুন মাসে অস্ত্রোপচার হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *