কলকাতা: অনেক জটিলতার পর গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। সেখানে তাঁকে ইতিমধ্যেই বেশ কয়েক দফায় জেরা করেছে তারা। এবার তাঁর কন্যা সুকন্যাকেও দিল্লিতে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। অনুমান করা হচ্ছে, বাবা আর মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে সুকন্যাকে দিল্লিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার তলব করল ইডি।
আরও পড়ুন- নয়া নীতিতে বালি খাদান থেকে রাজস্ব একলাফে বাড়ল ৪০০ কোটি
গরু পাচার মামলায় নিয়ে একাধিক তথ্য সামনে এলেও পাচারের বেআইনি আয়ের টাকা কোথায় গেল, সেই সংক্রান্ত বিষয়ে এখনও কোনও সূত্র পায়নি ইডি। সিবিআই আগেই জানিয়েছিল যে, এই বিষয়ে অনুব্রত কন্যা সুকন্যাও তাঁদের কিছুই জানাননি। প্রশ্ন এড়িয়ে গিয়েছেন এই বলে, যে টাকার ব্যাপার তাঁর বাবা এবং হিসেবরক্ষক জানেন। এবার তাই অনুমান করা হচ্ছে যে, ইডি সুকন্যাকে এবং অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে জানতে চাইবে। আরও অনুমান, অনুব্রতের বিপুল সম্পত্তি কোথা থেকে এল, তা নথি দেখিয়ে প্রশ্ন করা হতে পারে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অনুব্রত কেবল সই করতে পারেন….! ED faces difficulty while questioning Anubrata Mondal” width=”853″>
তবে ইডি শুধু সুকন্যাকে দিল্লিতে তলব করেছে এমনটা নয়। ডেকে পাঠানো হয়েছে অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ বেশ কয়েক জনকেও। এর আগে পাচার কাণ্ডের মূল এনামুল হক এবং অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করে যে তথ্য ও নথি পাওয়া গিয়েছে তার ভিত্তিতেই এবারের জেরা হবে বলে জানা গিয়েছে।
