কলকাতা: গ্রেফতারির ভয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়৷ মেয়েদের রাত দখলের রাতে রাস্তায় নেমেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। পরে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি৷ প্রশ্ন তুলেছিলেন পুলিশের তদন্ত নিয়ে৷ তারপরই লালবাজার থেকে নোটিস যান রাজ্য সভার সাংসদের কাছে৷
দু’বার তলবও করা হয়েছে তাঁকে। কিন্তু একবারও সাড়া দেননি সুখেন্দু শেখর৷ গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন তিনি৷ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আর্জি জানালে তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়৷ মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।
কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক বলে দাবি তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। আরজি কর-কাণ্ডেও প্রতিবাদ জানিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপরই ঘটনাচক্রে তাঁকেতলব করে লালবাজার ।