কলকাতা: ভারতের ভৌগলিক নির্দেশক (জিআই) ট্যাগ পেল সুন্দরবনের মধু। যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশের ব্যবসায়ীরা৷ তাঁরা মনে করছেন, এর ফলে বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন এলাকার মৌ-চাষি ও ব্যবসায়ীদের হাত থেকে এই পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি হাতছাড়া হতে পারে৷
সেই সঙ্গে উঠে এসেছে আরও একটি প্রশ্ন৷ ভারতের সুন্দরবনের মধু কী ভাবে আগে ভারতের জিআই ট্যাগ পেয়ে গেল? কারণ, আয়তন হোক বা সেখানে উৎপাদিত মধু– সবদিক থেকেই এগিয়ে রয়েছে বাংলাদেশ সুন্দরবন। তাই সেদেশের অন্তর্গত সুন্দরবনের মধুতেও বাংলাদেশের জিআই ট্যাগের দাবি উঠতে শুরু করেছে৷ উল্লেখ্য, দুই দেশের ক্ষেত্রেই আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পণ্য হল এই মধু।