মিছিল, পাল্টা মিছিল ঘিরে সামনে এল শাসকের গোষ্ঠী কোন্দল

মিছিল, পাল্টা মিছিল ঘিরে সামনে এল শাসকের গোষ্ঠী কোন্দল

 

বাঁকুড়া: ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। শুক্রবার বাঁকুড়ার ওন্দায় পেট্রপণ্য, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে শাসক দল। সেই মিছিলে উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি সহ অন্যান্যরা। কিন্তু লক্ষ্যনীয়ভাবে ওই মিছিলে অনুপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি, ওন্দার প্রাক্তন বিধায়ক অরুপ খাঁ। তবে শনিবার ওন্দাতেই যুব তৃণমূলের ব্যানারে ওই মিছিলের পাল্টা মিছিল করে অলোক মুখোপাধ্যায়দের টেক্কা দিলেন অরুপ খাঁ। এমনটাই মনে করছেন অনেকে।

এদিন ওন্দা ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে পেট্রপণ্য, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করা হয়। অরুপ খাঁ ছাড়াও ওই মিছিলে উপস্থিত ছিলেন তাঁর ‘ঘনিষ্ট’ হিসেবে পরিচিত জেলা যুব তৃণমূল সভাপতি সন্দীপ বাউরী। এই প্রসঙ্গে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, ‘‘যেকোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার আছে। শাসক দলের ক্ষমতাসীন গোষ্ঠীর ক্ষমতা প্রদর্শণের পর ওই দলের বি.টিম নিজেদের ক্ষমতা দেখানোর পথে নেমেছে। তৃণমূল কোন রাজনৈতিক দল নয়, ২৪ প্রহরের দল।’’ এখন মিছিল না করে ‘দিদিকে বলে’ পেট্রলের দাম কমানোর দাবি জানান তিনি।

বাঁকুড়া জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি, ওন্দার প্রাক্তন বিধায়ক অরুপ খাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে যখন উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তখন কেন্দ্রীয় সরকারের সৌজন্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এর প্রতিবাদে ও উন্নয়নের ১১ বছর পালনে তাঁরা মিছিল সংগঠিত করলেন বলে জানান। তবে মিছিল পাল্টা মিছিল সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চাননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 13 =