শিশুদের নিয়ে আতঙ্ক বৃদ্ধি, অ্যাডিনো সংক্রমণে শীর্ষে বাংলা

শিশুদের নিয়ে আতঙ্ক বৃদ্ধি, অ্যাডিনো সংক্রমণে শীর্ষে বাংলা

কলকাতা: রাজ্যের অ্যাডিনোভাইরাস পরিস্থিতি নিয়ে দিনদিন উদ্বেগ বাড়ছে। হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই মৃত্যুও বাড়ছে। শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, অন্যান্য একাধিক রাজ্যেও এই ভাইরাসের বাড়বাড়ন্ত হয়েছে। কিন্তু গবেষণা সংস্থা নাইসেড যে তথ্য দিচ্ছে তাতে বাংলার মানুষের চিন্তা সবথেকে বেশিই হবে। কারণ তাদের দাবি, দেশে অ্যাডিনো সংক্রমণের শীর্ষে রয়েছে বাংলাই। 

আরও পড়ুন- সর্দি-জ্বর হলেই অযথা অ্যান্টিবায়োটিক নয়! বার্তা দিল IMA

সম্প্রতি অ্যাডিনোভাইরাস পরিস্থিতি নিয়ে সমীক্ষা চালিয়েছিল নাইসেড। তারা দাবি করেছে, এই মুহূর্তে দেশের মধ্যে সবচেয়ে বেশি অ্যাডিনো সংক্রমণ হয়েছে পশ্চিমবঙ্গে, প্রায় ৩৮ শতাংশ। বাংলার পরে দক্ষিণের কিছু রাজ্য যেমন কেরল, তামিলনাড়ুতে সংক্রমণ বেড়েছে কিন্তু তারা বাংলার ধারেকাছে নেই। অন্যদিকে আবার মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্যেও অ্যাডিনোভাইরাস আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছে বটে, কিন্তু তাদের অবস্থা বাংলার থেকে ভালো। তাও এই পরিস্থিতির মধ্যেও রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ তোলা হয়েছে, যা করোনার সময়ও তোলা হয়েছিল।