কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের আদালতের দুয়ারে শুভেন্দু অধিকারী। আগামী ৭ দিন যাতে নির্বাচনের দিন ঘোষণা করা না হয়, সেই আর্জি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা৷
পঞ্চায়েত ভোট সংক্রান্ত কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন বিরোধী দলনেতা। কিন্তু আগামী ৫ এপ্রিল পর্যন্ত শীর্ষ আদালত বন্ধ থাকায় কলকাতা হাই কোর্টেই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণায় স্থগিতাদেশের আর্জি নিয়ে হাজির হয়েছেন শুভেন্দু। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার দুপুর ২টোর সময় শুভেন্দুর আবেদন শুনতে পারেন।
পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টে আগেই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। তিনি রাজ্যের ওবিসি সম্প্রদায়ের গণনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু, গত মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তার রায়ে জানায়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আপাতত কোনও হস্তক্ষেপ করবে না হাই কোর্ট। এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। বেঞ্চ এও জানা, এই বিষয়ে শুভেন্দুর কোনও বক্তব্য থাকলে তিনি কমিশনের কাছে তা জানাতে পারেন। আইন অনুযায়ী সেই বক্তব্য খতিয়ে দেখে পদক্ষেপ করবে তারা।
শুভেন্দুর অভিযোগ ছিল, ২০১১ সালে তফসিলি জাতি এবং উপজাতির গণনা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি-র গণনা হয়নি। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনের দাবি, বাড়ি বাড়ি গিয়ে গণনা করা হচ্ছে। কিন্তু, শুভেন্দু কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ির করেন। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে। এৎ পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু৷
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
