রায়গঞ্জ: আগামী ১০ তারিখ রাজ্যে উপনির্বাচন। জোর কদমে চলছে প্রচার৷ শেষ দিনের প্রচারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, বিজেপির সেই মিছিলে কেউ বা কারা ডিম ছুড়ে মারে। সুকান্ত ও শুভেন্দুর দাবি, এই কাজ তৃণমূলের৷ যদিও এই অভিযোগের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল৷ সোমবার দুপুরে শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় বিজেপি-র মিছিল। রায়গঞ্জের বিজেপি প্রার্থী মানস ঘোষের সমর্থনে সেই মিছিল শিলিগুড়ি মোড়ে পৌঁছনোর পরই একটি বাড়ির ছাদ থেকে তাঁদের লক্ষ্য় করে ডিম ছোড়া হয়। এই ঘটনায় তীব্র অসন্তুষ্ট সুকান্ত বলেন, “ভাইপো বাহিনীর কাজ। পিসির লোকেদের কাজ। কাপুরুষের মতো আচরণ।’’
রায়গঞ্জে শুভেন্দু-সুকান্তর মিছিলে আচমকাই উড়ে এল ডিম! তৃণমূলকে নিশানা গেরুয়া শিবিরের
রায়গঞ্জ: আগামী ১০ তারিখ রাজ্যে উপনির্বাচন। জোর কদমে চলছে প্রচার৷ শেষ দিনের প্রচারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিধানসভার বিরোধী…