অভিষেকের মিছিলে হাঁটছেন পুলিশকর্তা, তাও উর্দি পরে! দাবি করলেন শুভেন্দু

অভিষেকের মিছিলে হাঁটছেন পুলিশকর্তা, তাও উর্দি পরে! দাবি করলেন শুভেন্দু

কলকাতা: ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে জেলার পুলিশ সুপারের হাঁটার অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উর্দি পরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাঁটছেন ওই পুলিশ কর্তা, এমনই অভিযোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই পদযাত্রার ভিডিও পোস্ট করেন বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, বিষয়টি সত্যি খুব ভয়ানক। 

বৃহস্পতিবার চণ্ডীপুরে এই নবজোয়ার যাত্রা হয়। সেখানের একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী এই দাবি করেন। তাঁর বক্তব্য, তিনি যদি এই ভিডিও না দিতেই তাহলে হয়তো কেউ তাঁর কথা বিশ্বাস করতেন না। শুভেন্দুর দাবি, চণ্ডীপুরে তৃণমূলের রাজনৈতিক পদযাত্রায় দলের কর্মীদের সঙ্গে হেঁটেছেন একজন আইপিএস অফিসার মিস্টার অমরনাথ। তাঁর এও কটাক্ষ, আঞ্চলিক তৃণমূল দলের কর্মীরা যদি বলেন উনি নিরাপত্তা দিতে মিছিলে ছিলেন, তাহলে হেসে খুন হওয়ার মতো বিষয় হবে। আজ এই ভিডিও টুইটারে দিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করেছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম। 

আজ চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা হেঁটে জনসংযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামেই তাঁর পূর্ব মেদিনীপুর সফর শেষ করবেন তিনি। রাতে নন্দীগ্রামেই থাকার কথা রয়েছে অভিষেকের। এদিকে এর মধ্যে শুভেন্দু অধিকারীও কয়েক দিন পর নন্দীগ্রামে সভা করার কথা ঘোষণা করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *